ঢাকা ০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

অপেক্ষমান বাসযাত্রীদের ওপর উঠে গেল ল্যান্ডক্রুজার, শিশুসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
NEWS396 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিয়ন্ত্রণ হারানো দ্রুতগামী একটি ল্যান্ডক্রুজার গাড়ি ঢাকার খিলক্ষেতে বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের চাপা দিলে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকের এ ঘটনায় নিহতদের মধ্যে এক নারী রয়েছেন, যার পরিচয় জানা যায়নি। নিহত অন্যরা হলেন- ইয়াসিন (৮) ও উজ্জ্বল পাণ্ডে (২৮)।

শিশুটি ঘটনাস্থলে এবং উজ্জ্বলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় বলে জানান তিনি।

আহত ইয়াসিনের বাবা মো. সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

 

ঢাকার খিলক্ষেতে বুধবার রাতে অপেক্ষমান বাসযাত্রীদের চাপা দিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয় ল্যান্ডক্রুজার মডেলের এসইউভি গাড়িটি।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, রাত ৯টার দিকে বিমান বন্দরসড়কে খিলক্ষেত যাত্রী ছাউনির সামনে ল্যান্ডক্রুজার মডেলের একটি এসইউভি (ঢাকা মেট্রো ঘ ১৫- ২৬৯১) বাসের জন্য অপেক্ষমান লোকজনের ওপর উঠে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। জিপটি বিমানবন্দরের দিক থেকে বনানীর দিকে যাচ্ছিল।

আহত সুমনের বাবা ও নিহত শিশুটির দাদা মো. মফিজ জানান, সুমন খিলক্ষেতের একটি ভবনে নিরাপত্তারক্ষীর কাজ করেন। তার পরিবার থাকে মোহাম্মদপুরে। সুমনের ছেলে ইয়াসিন বাবার কর্মস্থলে গিয়েছিল। বুধবার রাতে ফেরার সময় তারা গাড়ি চাপার শিকার হয়।

নিহত উজ্জল পাণ্ডের শ্যালক সবুজ কির্তনীয়া জানান, বর্তমানে ভাটারা নতুন বাজার এলাকায় থাকতেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবি উজ্জ্বল। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কাজীপাড়া গ্রামে। বাবার নাম মৃণাল পাণ্ডে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে উজ্জলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় সুমন ছাড়াও অজ্ঞাত পরিচয় এক নারী হাসপাতালে ভর্তি আছেন। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অপেক্ষমান বাসযাত্রীদের ওপর উঠে গেল ল্যান্ডক্রুজার, শিশুসহ নিহত ৩

আপডেট সময় : ০৫:০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

নিয়ন্ত্রণ হারানো দ্রুতগামী একটি ল্যান্ডক্রুজার গাড়ি ঢাকার খিলক্ষেতে বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের চাপা দিলে শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকের এ ঘটনায় নিহতদের মধ্যে এক নারী রয়েছেন, যার পরিচয় জানা যায়নি। নিহত অন্যরা হলেন- ইয়াসিন (৮) ও উজ্জ্বল পাণ্ডে (২৮)।

শিশুটি ঘটনাস্থলে এবং উজ্জ্বলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল বলে জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।

রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয় বলে জানান তিনি।

আহত ইয়াসিনের বাবা মো. সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

 

ঢাকার খিলক্ষেতে বুধবার রাতে অপেক্ষমান বাসযাত্রীদের চাপা দিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয় ল্যান্ডক্রুজার মডেলের এসইউভি গাড়িটি।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, রাত ৯টার দিকে বিমান বন্দরসড়কে খিলক্ষেত যাত্রী ছাউনির সামনে ল্যান্ডক্রুজার মডেলের একটি এসইউভি (ঢাকা মেট্রো ঘ ১৫- ২৬৯১) বাসের জন্য অপেক্ষমান লোকজনের ওপর উঠে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। জিপটি বিমানবন্দরের দিক থেকে বনানীর দিকে যাচ্ছিল।

আহত সুমনের বাবা ও নিহত শিশুটির দাদা মো. মফিজ জানান, সুমন খিলক্ষেতের একটি ভবনে নিরাপত্তারক্ষীর কাজ করেন। তার পরিবার থাকে মোহাম্মদপুরে। সুমনের ছেলে ইয়াসিন বাবার কর্মস্থলে গিয়েছিল। বুধবার রাতে ফেরার সময় তারা গাড়ি চাপার শিকার হয়।

নিহত উজ্জল পাণ্ডের শ্যালক সবুজ কির্তনীয়া জানান, বর্তমানে ভাটারা নতুন বাজার এলাকায় থাকতেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবি উজ্জ্বল। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার কাজীপাড়া গ্রামে। বাবার নাম মৃণাল পাণ্ডে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, খিলক্ষেত থেকে তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে উজ্জলকে চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় সুমন ছাড়াও অজ্ঞাত পরিচয় এক নারী হাসপাতালে ভর্তি আছেন। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।