অবসরের কথা ভাবছেন মাহমুদুল্লাহ
- আপডেট সময় : ১০:৪৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার কথা ভাবছেন বাংলাদেশের ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ। দেশের অন্যতম শীর্ষ এ ব্যাটার নিজেই এ কথা জানিয়েছেন।
চলমান বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে দুর্দান্ত পারফরমেন্স করছেন মাহমুদুল্লাহ। ৯৯ গড় এবং ১০১ দশমিক ০২ স্ট্রাইক রেটে ১৯৮ রান (নেদাল্যান্ডসের বিপক্ষে শনিবারের ম্যাচ ছাড়া) করেছেন তিনি। বল হাতে ৫ ওভারে ৬ দশমিক ৬০ ইকোনমি রেটে ৩৩ রান দেন মাহমুদুল্লাহ।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে হারা ম্যাচে ১১১ বলে ১১১ রানের দারুণ ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরির মালিক এখন তিনি।
তিনি আরো বলেন, ‘২০০৭ সালে আমার অভিষেক হওয়ার পর অনেক দিন হয়ে গেছে। দীর্ঘদিন ধরেই খেলছি। আমি ভাগ্যবান যে বিশ্বকাপে এতগুলো সেঞ্চুরি করতে পেরেছি।’
মাহমুদুল্লাহ বলেন, ‘ক্রিকেট এমন একটি খেলা যা আপনাকে সবসময় বিস্মিত করে। বিশ্বকাপ দলে সুযোগ পেতে কঠোর পরিশ্রম করেছি এবং আল্লাহকে ধন্যবাদ আমি দলের সাথে আছি। সবসময় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি।’
৩৭ বছর বয়সী মাহমুদুল্লাহ জানান, যতক্ষণ ফিট থাকবেন এবং পারফরমেন্স ঠিক থাকবে ততক্ষণ খেলা চালিয়ে যাবেন।
সূত্র : বাসস