আবারো শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- আপডেট সময় : ১০:৩৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ২১১ বার পড়া হয়েছে
গত শনিবার আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ছয় দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনে। এর চার দিন না যেতেই আবারো কেঁপে উঠল দেশটি।
বাংলাদেশ সময় বুধবার (১১ অক্টোবর) ভোর ৬টা ৪১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর ১০ মিনিট পর ৫ মাত্রার একই এলাকায় একটি আফটার শক আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ৬ দশমিক ৩ ছিল বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উপকেন্দ্রটি হেরাত প্রদেশের রাজধানী হেরাত সিটি থেকে মাত্র ২৯ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে উৎপন্ন হয়েছে।
গত ৭ অক্টোবর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের পর আরো কয়েকটি শক্তিশালী আফটার শক হয়। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই হাজারে।
উল্লেখ্য, গত শনিবার আঘান আনা ভূমিকম্পে তিন হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর ফলে এটি হয়ে উঠেছে গত দুই দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প।
ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে। এরপর আরো চারটি আফটারশক আঘাত হানে এলাকাটিতে।