কনকাশনের সঙ্গে হাঁটুর ইনজুরিতেও সৌম্য
- আপডেট সময় : ১২:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪ ১৪৫ বার পড়া হয়েছে
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছেন সৌম্য সরকার। শ্রীলঙ্কার ইনিংসের ৪৯তম ওভারের শেষ বলে বাউন্ডারি বাঁচাতে গিয়ে হাঁটু এবং ঘাড়-মাথায় ব্যথা পান তিনি। এর মধ্যে ঘাড়ে আঘাত পাওয়ায় তাকে আইসিসির নিয়ম অনুযায়ী, কনকাশন বদলি করা হয়েছে। তার জায়গায় ব্যাটিংয়ে নামেন তানজিদ তামিম।
সৌম্যর ইনজুরির বিষয়ে টিম ফিজিও বায়জেদুল ইসলাম বিসিবির বার্তায় বলেন, ‘সৌম্য বাউন্ডারি বাঁচাতে গিয়ে ব্যথা পেয়েছেন এবং সাইড বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়েছেন। এ সময় মাটিতে তার মাথা ধাক্কা খায়। যে কারণে তার ঘাড় শক্ত হয়ে যায় এবং মাথা ব্যথা শুরু হয়। চোখেও ঝিমঝিম (দেখতে অসুবিধা) ভাব অনুভব করেন।’
ফিজিও আরও জানিয়েছেন, ঘাড়ে আঘাত পাওয়া ও মাথা ব্যথাজনিত কারণে সৌম্যর কনকাশন পরীক্ষা করানো হয় (স্ক্যাট ৫) এবং আইসিসির নিয়ম অনুযায়ী বদলি হিসেবে তানজিদ তামিমকে নেওয়া হয়। এছাড়া সৌম্য বাঁ-পায়ের হাঁটুতেও ব্যথা পেয়েছেন। তবে মাত্রা কেমন তা উল্লেখ করা হয়নি।
শ্রীলঙ্কার বিপক্ষে এই ম্যাচে জাকের আলী ও মুস্তাফিজুর রহমান ইনজুরিতে পড়েছেন। ক্যাচ নিতে গিয়ে এনামুলের সঙ্গে সংঘর্ষ হয় জাকেরের। যদিও ক্যাচটা এনামুলের ছিল এবং তিনি তালুবন্দিও করেন। ওই সংঘর্ষে ঘাড়ে ব্যথা পেয়েছেন জাকের। তাকে মেডিকেল পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। মুস্তাফিজ হাঁটুর অস্বস্তির কারণে নিজের শেষ ওভারে বল হাতে নিয়েও তা শেষ করেননি। ওই ওভারে একটি বল করলেও তা ওয়াইড হয়।