মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৬ জন নিহত হয়েছে। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৭০ হাজার ২১৫ জন আহত হয়েছে।
এদিকে ইসরায়েল-হামাস যুদ্ধে আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে বলে জনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাতারে ইসরায়েল ও হামাস প্রতিনিধিদের নিয়ে চলমান আলোচনায় অগ্রগতির ভিত্তিতে এমন মন্তব্য করেছেন তিনি।
বাইডেন বলেন, ‘আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, আমরা যুদ্ধবিরতির খুব কাছাকাছি আছি। তবে এখনো আলোচনা শেষ করিনি। আশা করি, আগামী সোমবারের মধ্যেই আমরা যুদ্ধবিরতি করব।’
৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের বন্দুকধারীরা প্রায় ১২শ লোককে হত্যা করার পর ইসরায়েল ব্যাপক হারে বিমান ও স্থল অভিযান শুরু করে গাজায়। হামলাকারীরা ২৫৩ জনকে জিম্মি করে। পরে তাদের মধ্যে বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ম্যাথিউ মিলার সোমবার বলেছিলেন, ‘গত কয়েক দিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য আলোচনায় অগ্রগতি হয়েছে। তবে প্রস্তাবিত চুক্তিটি হামাস গ্রহণ করবে কি-না তা স্পষ্ট নয়। মিসর, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে আমরা যে আলোচনা করেছি- তাতে আমাদের অগ্রগতি হয়েছে।’