ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছক্কাবৃষ্টিতে ২১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আসজাদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

আসজাদ বাট। ছবি: সংগৃহীত

NEWS396 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতিহাস নতুন করে লিখলেন স্পেনের ৩৫ বছর বয়সী ক্রিকেটার আসজাদ বাট। মাত্র ২১ বলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ক্রিকেটে এত কম বলে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড নেই অন্য কোনো খেলোয়াড়ের।

আসজাদ ইতিহাস গড়েছেন টি১০ লিগে কাতালুনিয়া ড্রাগন্স বনাম সোহাল হসপিটালেট ম্যাচে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ১৫৫ রান করেছিল আসজাদের প্রতিপক্ষ দল কাতালুনিয়া। জবাব দিতে নেমে মাত্র ৫ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় আসজাদের দল হসপিটালেট।

দলের জয়ে প্রায় পুরো অবদানই ছিল আসজাদের। ২১ বলে সেঞ্চুরি করেই থামেননি তিনি। ২৭ বলে করেছেন ১২৮ রান। এই রান করার পথে তিনি ১৮টি ছক্কা ও ৪টি চার হাঁকিয়েছেন। ইনিংসে তার স্ট্রাইকরেট ছিল ৪৭৪।

এর আগে দ্রুততম শতকের রেকর্ড ছিল মার্সটা সিসি’র হয়ে খেলা শের আলির। ২৫ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার সাবেক মারকুটে ব্যাটার এবিডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে মাত্র ৩১ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টিতে দ্রুততম শতক নেপালের কুশল মাল্লার। ৩৪ বলে শতরানের দেখা পেয়েছিলেন তিনি। টেস্টে এই কীর্তি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের। ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ছক্কাবৃষ্টিতে ২১ বলে সেঞ্চুরি হাঁকিয়ে আসজাদের ইতিহাস

আপডেট সময় : ১১:৩৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪

ইতিহাস নতুন করে লিখলেন স্পেনের ৩৫ বছর বয়সী ক্রিকেটার আসজাদ বাট। মাত্র ২১ বলেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। ক্রিকেটে এত কম বলে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড নেই অন্য কোনো খেলোয়াড়ের।

আসজাদ ইতিহাস গড়েছেন টি১০ লিগে কাতালুনিয়া ড্রাগন্স বনাম সোহাল হসপিটালেট ম্যাচে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ১৫৫ রান করেছিল আসজাদের প্রতিপক্ষ দল কাতালুনিয়া। জবাব দিতে নেমে মাত্র ৫ ওভার ৩ বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় আসজাদের দল হসপিটালেট।

দলের জয়ে প্রায় পুরো অবদানই ছিল আসজাদের। ২১ বলে সেঞ্চুরি করেই থামেননি তিনি। ২৭ বলে করেছেন ১২৮ রান। এই রান করার পথে তিনি ১৮টি ছক্কা ও ৪টি চার হাঁকিয়েছেন। ইনিংসে তার স্ট্রাইকরেট ছিল ৪৭৪।

এর আগে দ্রুততম শতকের রেকর্ড ছিল মার্সটা সিসি’র হয়ে খেলা শের আলির। ২৫ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার সাবেক মারকুটে ব্যাটার এবিডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে মাত্র ৩১ বলে শতক হাঁকিয়েছিলেন তিনি।

টি-টোয়েন্টিতে দ্রুততম শতক নেপালের কুশল মাল্লার। ৩৪ বলে শতরানের দেখা পেয়েছিলেন তিনি। টেস্টে এই কীর্তি নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ও বর্তমানে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামের। ৫৪ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।