বিরোধীদের অবরোধ, মাঠে রয়েছে মহানগর দক্ষিণ আ’লীগ
- আপডেট সময় : ১০:৫৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে
বিএনপিসহ সরকারবিরোধী সমমনা দলগুলোর ডাকা ৭২ ঘন্টার অবরোধ কর্মসূচিতে মাঠে রয়েছে আওয়ামী লীগ। মঙ্গলবার ৩১ অক্টোবর অবরোধ শুরুর প্রথম দিনে সকাল থেকে সতর্ক অবস্থানে মাঠে রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে সংগঠনের সভাপতি আবু আহমেদ মন্নাফীর নেতৃত্বে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ সহ নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়ে মাঠে রয়েছে।
এদিকে গতকাল সোমবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির অবরোধ কর্মসূচির দিনেও আমরা শান্তি সমাবেশ করবো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শান্তি সমাবেশ কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়াও দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় আজ মঙ্গলবার সকাল থেকে সতর্ক অবস্থানে থেকে সারা দেশে শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত থাকবে। নেতা-কর্মীদের কর্মসূচিতে মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।