ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আবহাওয়া

রাতে শীত আরও বাড়তে পারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

ফাইল ছবি

NEWS396 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা আরেক দফা কমেছে। দিনে কুয়াশা কমে গিয়ে রোদের তীব্রতা বেড়েছে। দুপুর গড়িয়ে বিকেল না হতেই শীতের অনুভূতি ফিরে আসছে। তবে ঢাকার তুলনায় এর আশপাশের জেলাগুলোতে শীতের তীব্রতা অনেক বেশি, কোথাও কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চলের দিকে শীতের তীব্রতা আরও অনেক বেশি। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন একই ধরনের শৈত্যপ্রবাহ ও শীত অব্যাহত থাকতে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আগামী দু-এক দিন দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ এবং সারা দেশে শীত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দেশের বেশির ভাগ এলাকায় আকাশ মেঘলা হয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

ঘন কুয়াশায় একটু দূরের জিনিসও ভালোভাবে দেখা যায় না। এর মধ্যে সবজি নিয়ে বাজারে যাচ্ছেন কয়েকজন কৃষক। হাসপাতাল মোড়, দিনাজপুর, ২৭ জানুয়ারি

এদিকে চার দিন আগে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা দিয়ে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল, তা এরই মধ্যে দেশের অর্ধেকের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়াও গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়ার ওপর দিয়ে ওই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও একই এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অনেক এলাকায় শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে ১৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আজও ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যানবাহন চলাচলে সমস্যা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আবহাওয়া

রাতে শীত আরও বাড়তে পারে

আপডেট সময় : ০২:৪৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা আরেক দফা কমেছে। দিনে কুয়াশা কমে গিয়ে রোদের তীব্রতা বেড়েছে। দুপুর গড়িয়ে বিকেল না হতেই শীতের অনুভূতি ফিরে আসছে। তবে ঢাকার তুলনায় এর আশপাশের জেলাগুলোতে শীতের তীব্রতা অনেক বেশি, কোথাও কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মধ্যাঞ্চল থেকে উত্তরাঞ্চলের দিকে শীতের তীব্রতা আরও অনেক বেশি। বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন একই ধরনের শৈত্যপ্রবাহ ও শীত অব্যাহত থাকতে পারে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আগামী দু-এক দিন দেশের বিভিন্ন স্থানে শৈত্যপ্রবাহ এবং সারা দেশে শীত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার থেকে দেশের উপকূলীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। দেশের বেশির ভাগ এলাকায় আকাশ মেঘলা হয়ে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

ঘন কুয়াশায় একটু দূরের জিনিসও ভালোভাবে দেখা যায় না। এর মধ্যে সবজি নিয়ে বাজারে যাচ্ছেন কয়েকজন কৃষক। হাসপাতাল মোড়, দিনাজপুর, ২৭ জানুয়ারি

এদিকে চার দিন আগে উত্তরাঞ্চলের কয়েকটি এলাকা দিয়ে যে শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল, তা এরই মধ্যে দেশের অর্ধেকের বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে। রংপুর ও রাজশাহী বিভাগ ছাড়াও গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, চুয়াডাঙ্গা, যশোর ও কুষ্টিয়ার ওপর দিয়ে ওই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও একই এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। অনেক এলাকায় শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, গতকাল শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমে ১৩ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে। আজও ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যানবাহন চলাচলে সমস্যা হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদেরা।