ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শাকিবের পরিবর্তে রাজ গুঞ্জনে যা বললেন ‘কবি’র পরিচালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ১৮৬ বার পড়া হয়েছে
NEWS396 অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢালিউড সুপারস্টার শাকিব খান বিভিন্ন ঘরানার সিনেমায় একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন। পরিচালক হাসিবুর রেজা কল্লোলও নির্মাতা হিসেবে দেশের চলচ্চিত্রাঙ্গনে আলাদা সুনামের অধিকারী। এই দুজনের সম্মিলিত অংশগ্রহণ যে খুব মনে রাখার মতো ‘সত্ত্বা’ ছবিই তার প্রমাণ।

শোনা গিয়েছিল, ‘কবি’ নামের একটি সিনেমার মাধ্যমে ফের হাজির হচ্ছেন শাকিব-কল্লোল। কল্লোল সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছিলেন সে কথা। শাকিব যখন যুক্তরাষ্ট্রে তখন প্রকাশ করেছিলেন ‘কবি’র একটি পোস্টার। সেসময় নির্মাতা জানিয়েছিলেন, সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকবে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি আলোর মুখ দেখেনি।

জানা গেছে, সিনেমাটি করতে অনীহা প্রকাশ করেছেন শাকিব। কল্লোল তাই বিকল্প হিসেবে বেছে নিয়েছেন শরিফুল রাজকে। এ প্রসঙ্গে জানতে কল্লোলের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘‘আমি কি কোথাও এ ধরনের কথা বলেছি যে ‘কবি’ সিনেমায় শাকিবের জায়গায় রাজকে নিচ্ছি? আর এ ধরনের কোনো ব্যাপার এখনও হয়নি। যদি হয় তবে জানতে পারবেন।’’

এদিকে পরিচালকের ঘনিষ্ঠজন থেকে জানা গেছে, এরইমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন রাজ। এতে তার বিপরীতে আছেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’ খ্যাত এ নায়িকার সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা হয়ে গেছে। আগামী সপ্তাহে চুক্তি সম্পন্ন করবেন পরিচালক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাকিবের পরিবর্তে রাজ গুঞ্জনে যা বললেন ‘কবি’র পরিচালক

আপডেট সময় : ১২:৩৭:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

ঢালিউড সুপারস্টার শাকিব খান বিভিন্ন ঘরানার সিনেমায় একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন। পরিচালক হাসিবুর রেজা কল্লোলও নির্মাতা হিসেবে দেশের চলচ্চিত্রাঙ্গনে আলাদা সুনামের অধিকারী। এই দুজনের সম্মিলিত অংশগ্রহণ যে খুব মনে রাখার মতো ‘সত্ত্বা’ ছবিই তার প্রমাণ।

শোনা গিয়েছিল, ‘কবি’ নামের একটি সিনেমার মাধ্যমে ফের হাজির হচ্ছেন শাকিব-কল্লোল। কল্লোল সামাজিক যোগাযোগমাধ্যমেও জানিয়েছিলেন সে কথা। শাকিব যখন যুক্তরাষ্ট্রে তখন প্রকাশ করেছিলেন ‘কবি’র একটি পোস্টার। সেসময় নির্মাতা জানিয়েছিলেন, সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকবে শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি আলোর মুখ দেখেনি।

জানা গেছে, সিনেমাটি করতে অনীহা প্রকাশ করেছেন শাকিব। কল্লোল তাই বিকল্প হিসেবে বেছে নিয়েছেন শরিফুল রাজকে। এ প্রসঙ্গে জানতে কল্লোলের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘‘আমি কি কোথাও এ ধরনের কথা বলেছি যে ‘কবি’ সিনেমায় শাকিবের জায়গায় রাজকে নিচ্ছি? আর এ ধরনের কোনো ব্যাপার এখনও হয়নি। যদি হয় তবে জানতে পারবেন।’’

এদিকে পরিচালকের ঘনিষ্ঠজন থেকে জানা গেছে, এরইমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন রাজ। এতে তার বিপরীতে আছেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’ খ্যাত এ নায়িকার সঙ্গে প্রাথমিকভাবে কথাবার্তা হয়ে গেছে। আগামী সপ্তাহে চুক্তি সম্পন্ন করবেন পরিচালক।