সাপের কামড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী
- আপডেট সময় : ০১:১৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে
সাপের কামড়ে আহত হয়েছেন জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ‘ডেড বডি’ নামের একটি ছবির শুটিংয়ে বান্দরবন আছেন তিনি। সেখানেই সাপের কামড়ে আহত হন এ তারকা। সংবাদমাধ্যমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক এমডি ইকবাল।
আজ রোববার দুপুরে ওমর সানীকে সাপে কামড়ে দিয়েছে উল্লেখ করে ইকবাল বলেন, আজ দুপুর ১২টায় আমরা শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামরে দেয় ওমর সানীকে। দ্রুত চিকিৎসকের কাছে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
‘ডেড বডি’ ছবিতে নতুন এক লুকে দেখা যাবে সানীকে। এরইমধ্যে সামাজিক মাধ্যমে তার একটি স্থিরচিত্র ভাইরাল হয়েছে। চরিত্রটি নিয়ে এর আগে ওমর সানী বলেছিলেন, ‘হরর গল্পের ছবি এটি। ফ্যান্টাসি আছে। এখানে আমার চরিত্রটি একটু তান্ত্রিক গোছের। একটি মেয়ে মারা যায়। সেই মেয়ের আত্মাকে আমি দেখতে পাই। আত্মাও আমাকে দেখে। তাকে ধরার পেছনে ছুটি। কারণ, তার মাধ্যমেই পাওয়ার, ব্ল্যাক ম্যাজিক করার ক্ষমতা আয়ত্ত করতে পারব। এমন একটি চরিত্রে।’
১০ অক্টোবর থেকে শুরু হয়েছে ‘ডেড বডি’ সিনেমার দৃশ্যধারণের কাজ। এতে ওমর সানী ছাড়াও অভিনয় করছেন রোশান, অন্বেষা রায়সহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করছেন এমডি ইকবাল।