২৮ অক্টোবর সমাবেশ, ডিএমপিকে আ’লীগের চিঠি
- আপডেট সময় : ০৬:২৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ১৮৫ বার পড়া হয়েছে
আগামী ২৮ অক্টোবর ঢাকায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। শনিবার ২৮ অক্টোবর বেলা ২টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে গত ২০ অক্টোবর শুক্রবার শান্তি ও উন্নয়ন সমাবেশে সার্বিক সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর চিঠি পৌছে দেওয়া হয়েছে। চিঠি গ্রহণ করেছেন পুলিশ কমিশনারের বিশেষ সহকারী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাজমুর রায়হান। চিঠি পৌছে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রিয়াজ।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির। বক্তব্যে রাখবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রিয়াজ দৈনিক সোনালী বার্তাকে এ তথ্য জানান।
রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আগামী ২৮ অক্টোবর শনিবার শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সাফল্যমন্ডিত করতে আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউ এক বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, থানা-ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত থাকবেন।
তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক(ঢাকা বিভাগ) মির্জা আজম, প্রধান বক্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস। বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সঞ্চালনা করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির।